Gulamohrer Phul Jhare Jay
গুলমোহরের ফুল ঝরে যায়
বনে বনে শাখায় শাখায়।
কেন যায় কেন যায়
বাহারের মন ভেঙ্গে যায়।।
মরমী পথের মাঝে কেন যে পথ ভুলে যায়।
মরণের মুখে আবার কেন সে মন ফেলে যায়
কেন যায় কেন যায়
বাহারের মন ভেঙ্গে যায়।।
এ পাহাড় আসবে আবার ভ্রমরা পাতবে আসর। (আ…আ…আ…)
এ রঙের ফুল বাগানে জোনাকিরা জাগবে বাসর
শরমের আড়াল দিয়ে বল তো কে সরে যায়
দরদের পরশ দিয়ে কেন যে সে ফিরে যায়
কেন যায় কেন যায়
বাহারের মন ভেঙ্গে যায়।।
Comments
Post a Comment