Aamar Moner Ei Mayur Mahale Bengali
আমার মনের এই
ময়ূর মহলে
এসো আজ প্রেমের
আতর ঢেলে দাও।
বেগম রাতে তার
গায়ে তারা ওড় না
দু'চোখে আজ নয়
ঝাড় বাতি জ্বেলে দাও
আমার মনে।
কালকে কোথায় রব,
সে কি কেউ জানে।।
বোঝে কি কখনো কেউ
জীবনের মানে;
ভেঙ্গে গেলে বাসর
ফুরালে আসর
দেবো না তো বাঁধা যদি
বাসি মালা ফেলে যাও।
আমার মনে।
সময়েরই ফুলদানি,
শুন্য তো থাকে না।।
যে ফুল শুকায়ে আজ
কাল কেউ রাখে না।
হার আর জেত
নিয়মই যে এতো
বাজি রেখে প্রণয়ের
পাশা তুমি খেলে যাও
আমার মনের এই
ময়ূর মহলে
এসো আজ প্রেমের
আতর ঢেলে দাও
আমার মনের।
Comments
Post a Comment