Baje Go Bina
বাজে গো বীনা
তুম না তুম না তুম না না না তুম নাসুরে সুরে বাঁধা আছে
তোমারই মায়ার তারে
অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে
সে রাগিনী ভুলোনা কো ভুলে যেও না
বাজে গো বীনা
তুম না তুম না তুম না না না তুম না।
দুই পারে দুই তীরে একই নদী বহে ধীরে
তবুও দুপাড় কাঁদে ।
তোমারও আমার মাঝে তেমনি প্রেমের নদী
কূল কূল কূলু কূলু বহেও যায় নিরবধি
দুই পারে দু'জনায় গো কাঁদি দু'জনায়
বাজে গো বীনা
তুম না তুম না তুম না না না তুম না ।
Comments
Post a Comment