Chirodine Tumi Je Amar
চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারি
আমি আছি সেই যে তোমার
তুমি আছ সেই আমারই
সঙ্গী…সঙ্গী…
আমরা অমর সঙ্গী
এত কাছে রয়েছ তুমি
আরো কাছে তোমাকে যে চাই
তুমি ছাড়া এমন আপন
আমার যে আর কিছু নাই
আমি কি গো তোমাকে ছেড়ে
একা একা থাকতে পারি
এ জীবন ফুরিয়ে যেদিন
পাবো এক নতুন জীবন
সেদিনও হবে একাকার
দুজনার এই দুটি মন
হৃদয়ের সব কবিতা
ঝরে পড়ে ছন্দ তারি
——————–
শিল্পীঃ কিশোর কুমার
চলচ্চিত্রঃ অমর সঙ্গী
Comments
Post a Comment