Jakhon Ami Anek Dure

 যখন আমি অনেক দূরে থাক্ বো না এই মাটির ঘরে

তখন কি আর পড়বে মনে আগের মতন করে,
.                       আমায় আগের মতন করে ?

আমার প্রাণের পরশ পেয়ে বেজেছিল যে গান
ধুলো জমা তানপুরাটাও ধরেছিল সেই তান
আমি, কথার গোলাপ ফুটিয়েছিলাম
.                       তোমাদের এই জল্ সারে |

তোমাদের এই ভালবাসা আমার গানের পুরস্কার
যাবার আগে জানিয়ে গেলাম আমার প্রীতি, নমস্কার
আমায়, যা’ দিয়েছো তাই নিয়েছি
.                       রেখেছি এই হৃদয় ভ’রে ||

*************************

কথা- শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী -কিশোর কুমার

Comments

Popular posts from this blog

Tomar Sure Sur Bedhechi

Gulamohrer Phul Jhare Jay

Tumi Ki Keboli Chobi