Nayano Sarashi Keno
নয়ন সরসী কেন ভরেছে জলে
কত কি রয়েছে লিখা কাজলে কাজলে
বেদনার কলি তুমি দাও ভালোবেসে বঁধু
ফুল ফোটানোর ছলে আমি ভরে দেবো মধু
সারা মন কেন তুমি চোখে সাজালে
কত কি রয়েছে লেখা কাজলে কাজলে
জনম সফল হবে বঁধুয়ার ঘরে আজ
শরমের আড়ালেতে দেখা যাবে ফুলসাজ
নিশিরাতে বিরহের বাঁশী ওরে কে বাঁজায়
ভালোবেসে কেন বঁধু আজ শুধু কেঁদে যায়
সেধে সেধে কেন তুমি মরণ নিলে
কতকি রয়েছে লেখা কাজলে কাজলে
——————-
কন্ঠ ও সুরঃ কিশোর কুমার
Comments
Post a Comment