Nayano Sarashi Keno

 নয়ন সরসী কেন ভরেছে জলে

কত কি রয়েছে লিখা কাজলে কাজলে

বেদনার কলি তুমি দাও ভালোবেসে বঁধু
ফুল ফোটানোর ছলে আমি ভরে দেবো মধু
সারা মন কেন তুমি চোখে সাজালে
কত কি রয়েছে লেখা কাজলে কাজলে

জনম সফল হবে বঁধুয়ার ঘরে আজ
শরমের আড়ালেতে দেখা যাবে ফুলসাজ
নিশিরাতে বিরহের বাঁশী ওরে কে বাঁজায়
ভালোবেসে কেন বঁধু আজ শুধু কেঁদে যায়
সেধে সেধে কেন তুমি মরণ নিলে
কতকি রয়েছে লেখা কাজলে কাজলে

——————-
কন্ঠ ও সুরঃ কিশোর কুমার

Comments

Popular posts from this blog

Tomar Sure Sur Bedhechi

Gulamohrer Phul Jhare Jay

Tumi Ki Keboli Chobi