O Pare Thakbo Ami
ও পারে থাকবো আমি
তুমি রইবে এ পারে
শুধু আমার দুচোখ ভরে
দেখবো তোমারে
পরবে যখন মালার চন্দন
ঐ রাঙা চেলী আর ফুল ও রাখী বন্ধন
মিলন রাতের প্রদীপ হয়ে আমি
জ্বলবো বাসরে
মন্ত্রে যখন এক হবে দুটি মন
এক শুভ দৃষ্টিতে মিলে যাবে দু’নয়ন
ভালো লাগার আবেশ হয়ে আমি
থাকবো অন্তরে
ফুটবে যখন চৈত্র দিনের ফুল
আর সোহাগের নদী ভেঙে যাবে তার কূল
তখন আমি গানের পাখী হবো
দূর আকাশ পাড়ে
—————
শিল্পীঃ কিশোর কুমার
Comments
Post a Comment