Tomar Sure Sur Bedhechi
তোমার সুরে সুর বেঁধেছি Tomar Sure Sur Bedhechi কথা: পুলক বন্দ্যোপাধ্যায় সুর: অরূপ প্রণয়(অরূপ ব্যানার্জী) শিল্পী: কুমার শানু তোমার সুরে সুর বেঁধেছি।। মনে কি গো পড়ে সেই দিনের কথা তারাভরা রাতে চাঁদও ছিল রজনীগন্ধা ফুটেছিল যে রাতে তোমার সুরে সুর বেঁধেছি মনে কি গো পড়ে সেই দিনের কথা তারাভরা রাতে চাঁদও ছিল রজনীগন্ধা ফুটেছিল যে রাতে তোমার সুরে সুর বেঁধেছি। [প্রথম দিনের সেই মিষ্টি কথা হাসির আড়ালে ছিল অজানা ব্যথা]-২ ব্যথারও আড়ালে ঢাকা সুখেরই কান্না দুটি আঁখিপাতে কেঁপেছিল রজনীগন্ধা ফুটেছিল যে রাতে তোমার সুরে সুর বেঁধেছি। [এখনো দুচোখে রয়েছে লেগে মৃদু সে আলোর শিখা রয়েছে জেগে]-২ যখনি হৃদয় চায় দেখি যে আমি হৃদয় কি আলো জ্বেলেছিল রজনীগন্ধা ফুটেছিল যে রাতে তোমার সুরে সুর বেঁধেছি মনে কি গো পড়ে সেই দিনের কথা তারাভরা রাতে চাঁদ ছিল রজনীগন্ধা ফুটেছিল যে রাতে তোমার সুরে সুর বেঁধেছি।
Comments
Post a Comment