Tomer Barir Samne Diye
তোমার বাড়ির সামনে দিয়ে
(আমার) মরণ যাত্রা যেদিন যাবে
তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো
শেষ দেখাটা দেখতে পাবে
আমায় দেখতে তোমায় দেয়নি যারা
জানবেনা যে কেউতো তারা
আমি পাথর চোখের দৃষ্টি দিয়ে
দেখবো তোমায় বিভর ভাবে
তুমি ফুল ছুঁড়ো না ওপর থেকে
একটু ফেলো দীর্ঘ নিঃশ্বাস
আমার শিয়রে জ্বলা ধূপের ধোঁয়া
ওটাই হবে সুখের বাতাস
যদি নতুন কোন জন্ম থাকে
পাবো দুজন দুজনাকে
সেদিন নতুন হয়ে আসবো কাছে
তখন তোমায় কে আটকাবে
——————–
শিল্পীঃ কিশোর কুমার
Comments
Post a Comment