Ki Dekhle Tumi Amate
কি দেখলে তুমি আমাতে
Ki Dekhle Tumi Amate (1976)
কথা: পুলক বন্দোপাধ্যায়
সুর: প্রভাস দে
শিল্পী: মান্না দে
কি দেখলে তুমি আমাতে।।
কত সহজ কথা জানানো
কত যে কঠিন কি দেখেছি আমি
এ কথা তোমাকে বোঝানো
কি দেখলে তুমি আমাতে।।
ওগো কোথায় আমার সাধের জীবন,
আর কোন সুখে কত সুখের মরণ।।
আমার অনুভব বিনা এই অনুভূতি
কাউকে যায় না শেখানো
কি দেখলে তুমি আমাতে।।
বিরাট পৃথিবী দিকে দিকে কত আয়োজন
আমি কি করে বোঝাই-তোমাকে পেয়েছি,
আর কিছু নেই প্রয়োজন।।
এই সব পেয়েছির দেশটা কোথায় ওগো,
কোনখানে গেলে তাকে পাওয়া যায়।।
যদি জানতে চাও তো শুধু ভালোবাসো
মুখে তা যায়না শোনানো।
কি দেখলে তুমি আমাতে
কত সহজ কথা জানানো
কত যে কঠিন কি দেখেছি আমি
এ কথা তোমাকে বোঝানো
কি দেখলে তুমি আমাতে।।
Comments
Post a Comment