Amar bela je jay sajh belate

        আমার   বেলা যে যায় সাঁঝ-বেলাতে

        তোমার  সুরে সুরে সুর মেলাতে ॥

একতারাটির একটি তারে      গানের বেদন বইতে নারে,

তোমার সাথে বারে বারে        হার মেনেছি এই খেলাতে

        তোমার  সুরে সুরে সুর মেলাতে ॥

             আমার এ তার বাঁধা কাছের সুরে,

             ওই বাঁশি যে বাজে দূরে।

গানের লীলার সেই কিনারে     যোগ দিতে কি সবাই পারে

        বিশ্বহৃদয়পারাবারে        রাগরাগিণীর জাল ফেলাতে--

        তোমার  সুরে সুরে সুর মেলাতে?।

Comments

Popular posts from this blog

Tomar Sure Sur Bedhechi

Gulamohrer Phul Jhare Jay

Tumi Ki Keboli Chobi