Jadi tare nai chini go se ki

 যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে

এই নব ফাল্গুনের দিনে--    জানি নে জানি নে॥

সে কি আমার কুঁড়ির কানে    কবে কথা গানে গানে,        

পরান তাহার নেবে কিনে    এই নব ফাল্গুনের দিনে--

                জানি নে, জানি নে॥

    সে কি    আপন রঙে ফুল রাঙাবে।

    সে কি    মর্মে এসে ঘুম ভাঙাবে।  

ঘোমটা আমার নতুন পাতার    হঠাৎ দোলা পাবে কি তার। ,

গোপন কথা নেবে জিনে    এই নব ফাল্গুনের দিনে--

                জানি নে, জানি নে॥

Comments

Popular posts from this blog

Tomar Sure Sur Bedhechi

Gulamohrer Phul Jhare Jay

Tumi Ki Keboli Chobi