Aloker Ei Jharna Dharay
Aloker Ei Jharna Dharay Song Lyrics In Bengali :
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাওআপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা
ধুইয়ে দাও...
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও
আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা
ধুইয়ে দাও ..
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও।
যে জন আমার মাঝে জড়িয়ে আছে
ঘুমের জালে,
আজ এই সকালে ধীরে ধীরে
তার কপালে।
এই অরুণ আলোর সোনার-কাঁঠি ছুঁইয়ে দাও
বিশ্বহৃদয় হতে ধাওয়া
আলোয় পাগল প্রভাত হাওয়া..
সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও ..
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও।
আজ নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও,
মনের কোণের সব দীনতা
মলিনতা ধুইয়ে দাও,
নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও,
মনের কোণের সব দীনতা
মলিনতা ধুইয়ে দাও।
আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান
তার নাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো তান।
তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও।
বিশ্বহৃদয় হতে ধাওয়া
প্রাণে পাগল গানের হাওয়া..
সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও ..
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও
আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা
ধুইয়ে দাও ...
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও।
Comments
Post a Comment