Tomate Amate Dekha Hoyechilo
তোমাতে আমাতে দেখা হয়ে ছিল
তোমাতে আমাতে দেখা হয়ে ছিল
জানিনা কবে কোথায়..জানিনা
মন দেওয়া নেওয়া খেলা হয়েছিল
জানিনা কবে কোথায়
বারে বারে আজো ডাকো
ভাঙ্গা খেলাঘর
আর ডাকে ফেলে আসা
মধুর বাসর
মন বোঝে না কাকে আজ
কে বোঝায়
তোমাতে আমাতে দেখা হয়েছিল
জানিনা কবে কোথায় জানিনা
মন দেওয়া নেওয়া খেলা হয়েছিল
জানিনা কবে কোথায়
Comments
Post a Comment