Sedino Aakashe Chilo Kato Tara
সেদিনও আকাশে ছিল কত তারা
আজো মনে আছে তোমারি কথা
স্মৃতি নয় এতো ঝরা ফুলে যেন
ভালোবাসা ভরা তোমারি মমতা
ঘুম ভুলে যাওয়া কেঁদে ফেরে হাওয়া
এ জীবনে হলো বলো কতটুকু পাওয়া (মনে পড়ে)
বসে মুখেমুখি দুজনেই সুখী
মেঘেরই আড়ালে ছিল চাঁদেরই সেই উঁকি
কানে কানে গানে গানে নীল এ মন
আজো তারা জাগে বড় একা লাগে
প্রেমে আছে ব্যথা বুঝিনি তো আগে
বুকে ব্যথা কি যে বুঝি শুধু নিজে
দুটি চোখ বেদনায় জলে আসে ভিজে
জ্বালা দিতে মালা নিতে দিলে মন
——————
কন্ঠ ও সুরঃ কিশোর কুমার
Comments
Post a Comment