Anek Jamano Byatha

 অনেক জমানো ব্যথা বেদনা

🎵Anek Jamano Byatha
🎥ছায়াছবি: পারাবত প্রিয়া
🎶গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
🎻সুরকার: অজয় দাস
🎙️শিল্পী: কিশোর কুমার
অনেক জমানো ব্যথা বেদনা
কী করে গান হলো জানিনা?
অনেক জমানো ব্যথা বেদনা
[কী করে গান হলো জানিনা?]-২
দিনে দিনে যাকে আমি সয়েছি,
বুকে বয়েছি সেই কি এ গানের প্রেরণা?
[কী করে গান হলো জানিনা?]-২
[কখনো গাইনি আমি যে গান কোথাও,
সেই গান আজ গাইলাম,
আলোর আকাশে চাইলাম]-২
যে আলো ফোটায় সূর্যমুখী,
মনে এলো সেই সাধনা
[কী করে গান হলো জানিনা?]-২
অনেক জমানো ব্যথা বেদনা
কী করে গান হলো জানিনা?
[এত আমি কাছে আছি তবু কোনোদিন,
পারিনি তো কাছে আসতে,
স্বপ্নের স্রোতে ভাসতে]-২
বুঝেও কেন বুঝলো না সে,
কী আমার শুভ কামনা?
[কী করে গান হলো জানিনা?]-২

Comments

Popular posts from this blog

Tomar Sure Sur Bedhechi

Gulamohrer Phul Jhare Jay

Tumi Ki Keboli Chobi