Posts

Showing posts from May, 2022

Aloker Ei Jharna Dharay

  Aloker Ei Jharna Dharay Song Lyrics In Bengali : আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও... আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও .. আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। এই অরুণ আলোর সোনার-কাঁঠি ছুঁইয়ে দাও বিশ্বহৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া.. সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও .. আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। আজ নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও, নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান তার নাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো তান। তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও। বিশ্বহৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া.. সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও .. আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও ... আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও।

Anandaloke Mangalaloke

  আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ॥ মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে, বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে ॥ গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুত বেগে করিছে পান, করিছে স্নান, অক্ষয় কিরণে ॥ ধরণী'পর ঝরে নির্ঝর, মোহন মধু শোভা ফুলপল্লব-গীতগন্ধ-সুন্দর-বরনে ॥ বহে জীবন রজনীদিন চিরনূতনধারা, করুণা তব অবিশ্রাম জনমে মরণে ॥ স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ, কত সান্ত্বন করো বর্ষণ সন্তাপহরণে ॥ জগতে তব কী মহোৎসব, বন্দন করে বিশ্ব শ্রীসম্পদ ভূমাস্পদ নির্ভয়শরণে ॥

Tare Ami Chokhe Dekhini

  হুঁ .. তারে আমি, তারে আমি চোখে দেখেনি তার অনেক গল্প শুনেছি, তারে আমি চোখে দেখেনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালবেসেছি.. তারে আমি চোখে দেখেনি।... তারে আমি চোখে দেখেনি। তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালবেসেছি... আসতে যেতে ছলকিয়া, যায়রে যৌবন, আসতে যেতে ছলকিয়া, যায়রে যৌবন বলতে পারে না তার ও বিবশ মন ভালবাসার, ভালবাসার ভাল কথা শুনে নাকি শিহরিয়া যায় শুনেছি। তারে আমি চোখে দেখেনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালবেসেছি। চোখেতে তার স্বপ্ন শুনি ভীড় করে থাকে, চোখেতে তার স্বপ্ন শুনি ভীড় করে থাকে, মরণ শুনেছি হাত ছানি দিয়া ডাকে বিষের আবার, বিষের আবার ভাল মন্দ ফিরে যখন আমি মরতে বসেছি। তারে আমি চোখে দেখেনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালবেসেছি, তারে আমি।

Gulamohrer Phul Jhare Jay

  গুলমোহরের ফুল ঝরে যায় বনে বনে শাখায় শাখায়। কেন যায় কেন যায় বাহারের মন ভেঙ্গে যায়।। মরমী পথের মাঝে কেন যে পথ ভুলে যায়। মরণের মুখে আবার কেন সে মন ফেলে যায় কেন যায় কেন যায় বাহারের মন ভেঙ্গে যায়।। এ পাহাড় আসবে আবার ভ্রমরা পাতবে আসর। (আ…আ…আ…) এ রঙের ফুল বাগানে জোনাকিরা জাগবে বাসর শরমের আড়াল দিয়ে বল তো কে সরে যায় দরদের পরশ দিয়ে কেন যে সে ফিরে যায় কেন যায় কেন যায় বাহারের মন ভেঙ্গে যায়।।

Tomate Amate Dekha Hoyechilo

  তোমাতে আমাতে দেখা হয়ে ছিল  তোমাতে আমাতে দেখা হয়ে ছিল জানিনা কবে কোথায়..জানিনা  মন দেওয়া নেওয়া খেলা হয়েছিল  জানিনা কবে কোথায় বারে বারে আজো ডাকো ভাঙ্গা খেলাঘর আর ডাকে ফেলে আসা মধুর বাসর  মন বোঝে না কাকে আজ কে বোঝায়  তোমাতে আমাতে দেখা হয়েছিল  জানিনা কবে কোথায় জানিনা   মন দেওয়া নেওয়া খেলা হয়েছিল  জানিনা কবে কোথায়

Tumi Ki Keboli Chobi

  Tumi Ki Keboli Chobi Lyrics in Bengali | তুমি কি কেবলই ছবি লিরিক্স বাংলা তুমি কি কেবলই ছবি শুধু পটে লিখা ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীড় ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী গ্রহ তারা রবি তুমি কি তাদের মতো সত্য নও হায় ছবি তুমি শুধু ছবি তুমি কি কেবলই ছবি নয়নসমুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই নয়নসমুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল নাহি জানি কেহ নাহি জানে তব সুর বাজে মোর গানে কবির অন্তরে তুমি কবি নও ছবি নও ছবি নও শুধু ছবি তুমি কি কেবলই ছবি