Posts

Showing posts from April, 2022

Tumi Robe Nirobe

  Tumi Robe Nirobe Lyrics In Bengali তুমি রবে নীরবে, হৃদয়ে মম, তুমি রবে নীরবে, নিবিড়, নিভৃত, পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে, হৃদয়ে মম | মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে, নিশীথিনী-সম। তুমি রবে নীরবে, হৃদয়ে মম, তুমি রবে নীরবে। জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। মম দুঃখবেদন, মম সফল স্বপন, মম দুঃখবেদন, মম সফল স্বপন, তুমি ভরিবে সৌরভে, নিশীথিনী সম। তুমি রবে নীরবে, হৃদয়ে মম, তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত, পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে, হৃদয়ে মম, তুমি রবে নীরবে ||  

Anek Jamano Byatha

Image
  অনেক জমানো ব্যথা বেদনা Anek Jamano Byatha ছায়াছবি: পারাবত প্রিয়া গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায় সুরকার: অজয় দাস শিল্পী: কিশোর কুমার অনেক জমানো ব্যথা বেদনা কী করে গান হলো জানিনা? অনেক জমানো ব্যথা বেদনা [কী করে গান হলো জানিনা?]-২ দিনে দিনে যাকে আমি সয়েছি, বুকে বয়েছি সেই কি এ গানের প্রেরণা? [কী করে গান হলো জানিনা?]-২ [কখনো গাইনি আমি যে গান কোথাও, সেই গান আজ গাইলাম, আলোর আকাশে চাইলাম]-২ যে আলো ফোটায় সূর্যমুখী, মনে এলো সেই সাধনা [কী করে গান হলো জানিনা?]-২ অনেক জমানো ব্যথা বেদনা কী করে গান হলো জানিনা? [এত আমি কাছে আছি তবু কোনোদিন, পারিনি তো কাছে আসতে, স্বপ্নের স্রোতে ভাসতে]-২ বুঝেও কেন বুঝলো না সে, কী আমার শুভ কামনা? [কী করে গান হলো জানিনা?]-২

Tomar Sure Sur Bedhechi

  তোমার সুরে সুর বেঁধেছি Tomar Sure Sur Bedhechi কথা: পুলক বন্দ্যোপাধ্যায় সুর: অরূপ প্রণয়(অরূপ ব্যানার্জী) শিল্পী: কুমার শানু তোমার সুরে সুর বেঁধেছি।। মনে কি গো পড়ে সেই দিনের কথা তারাভরা রাতে চাঁদও ছিল রজনীগন্ধা ফুটেছিল যে রাতে তোমার সুরে সুর বেঁধেছি মনে কি গো পড়ে সেই দিনের কথা তারাভরা রাতে চাঁদও ছিল রজনীগন্ধা ফুটেছিল যে রাতে তোমার সুরে সুর বেঁধেছি। [প্রথম দিনের সেই মিষ্টি কথা হাসির আড়ালে ছিল অজানা ব্যথা]-২ ব্যথারও আড়ালে ঢাকা সুখেরই কান্না দুটি আঁখিপাতে কেঁপেছিল রজনীগন্ধা ফুটেছিল যে রাতে তোমার সুরে সুর বেঁধেছি। [এখনো দুচোখে রয়েছে লেগে মৃদু সে আলোর শিখা রয়েছে জেগে]-২ যখনি হৃদয় চায় দেখি যে আমি হৃদয় কি আলো জ্বেলেছিল রজনীগন্ধা ফুটেছিল যে রাতে তোমার সুরে সুর বেঁধেছি মনে কি গো পড়ে সেই দিনের কথা তারাভরা রাতে চাঁদ ছিল রজনীগন্ধা ফুটেছিল যে রাতে তোমার সুরে সুর বেঁধেছি।

Ki Dekhle Tumi Amate

  কি দেখলে তুমি আমাতে Ki Dekhle Tumi Amate (1976) কথা: পুলক বন্দোপাধ্যায় সুর: প্রভাস দে শিল্পী: মান্না দে কি দেখলে তুমি আমাতে।। কত সহজ কথা জানানো কত যে কঠিন কি দেখেছি আমি এ কথা তোমাকে বোঝানো কি দেখলে তুমি আমাতে।। ওগো কোথায় আমার সাধের জীবন, আর কোন সুখে কত সুখের মরণ।। আমার অনুভব বিনা এই অনুভূতি কাউকে যায় না শেখানো কি দেখলে তুমি আমাতে।। বিরাট পৃথিবী দিকে দিকে কত আয়োজন আমি কি করে বোঝাই-তোমাকে পেয়েছি, আর কিছু নেই প্রয়োজন।। এই সব পেয়েছির দেশটা কোথায় ওগো, কোনখানে গেলে তাকে পাওয়া যায়।। যদি জানতে চাও তো শুধু ভালোবাসো মুখে তা যায়না শোনানো। কি দেখলে তুমি আমাতে কত সহজ কথা জানানো কত যে কঠিন কি দেখেছি আমি এ কথা তোমাকে বোঝানো কি দেখলে তুমি আমাতে।।

Cheyechi jare ami

  চেয়েছি যারে আমি চেয়েছি যারে আমি গিয়েছে সরে সরে গিয়েছে সরে সরে বেদনার কোন আঁধারে চেয়েছি যারে আমি গিয়েছে সরে সরে বেদনার কোন আঁধারে চেয়েছি যারে আমি বেলোয়াড়ি বাতির আলো বারে বারে নিভে গেলো বেলোয়াড়ি বাতির আলো বারে বারে নিভে গেলো প্রাণেরও জলসা ঘরে রঙ্গিন ফুলের চরে যে আসে যায় সে ফিরে চেয়েছি যারে আমি গিয়েছে সরে সরে বেদনার কোন আঁধারে চেয়েছি যারে আমি ফুরাতে ফুরাতে রাত শেষ হয়ে যাবে তবুও জানিনা আমি ভোর হবে কিনা না হবে (x2) বলোনা সুখের কথা মনে আমার লাগে ব্যথা বলোনা সুখের কথা মনে আমার লাগে ব্যথা চোখে জল আসে নেমে ভালোবাসারও নামে জাগি রাত একা বাসরে চেয়েছি যারে আমি গিয়েছে সরে সরে বেদনার কোন আঁধারে চেয়েছি যারে আমি চেয়েছি যারে আমি Cheyechhi Jaare Aami ছায়াছবি: প্রার্থনা কথা: মুকুল দত্ত সুর: বাসুদেব চক্রবর্তী শিল্পী: কিশোর কুমার [চেয়েছি যারে আমি]-২ [গিয়েছে সরে সরে]-২ বেদনার কোন আঁধারে চেয়েছি যারে আমি [গিয়েছে সরে সরে]-২ বেদনার কোন আঁধারে চেয়েছি যারে আমি। [বেলোয়ারি বাতির আলো, বারে বারে নিভে গেল]-২ প্রাণের জলসা ঘরে রঙ্গিন ফুলের আসরে যে আসে যায় সে ফিরে চেয়েছি যারে আমি গিয়েছে সরে সরে বেদনা...

Aguner parashmani choyao prane

  আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো দহন-দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহখানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো নিশিদিন আলোক-শিখা জ্বলুক গানে নিশিদিন আলোক-শিখা জ্বলুক গানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে আঁধারের গায়ে গায়ে পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব আঁধারের গায়ে গায়ে পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব-পানে ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব-পানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো দহন-দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

Alo amr alo ogo alo bhuban bhara

  আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা। আলো নয়ন-ধোওয়া আমার, আলো হৃদয়-হরা॥         নাচে আলো নাচে, ও ভাই,    আমার প্রাণের কাছে--         বাজে আলো বাজে, ও ভাই    হৃদয়বীণার মাঝে--         জাগে আকাশ, ছোটে বাতাস, হাসে সকল ধরা॥ আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি। আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী।         মেঘে মেঘে সোনা, ও ভাই,    যায় না মানিক গোনা--         পাতায় পাতায় হাসি, ও ভাই,    পুলক রাশি রাশি--         সুরনদীর কূল ডুবেছে সুধা-নিঝর-ঝরা॥

Amar bela je jay sajh belate

         আমার   বেলা যে যায় সাঁঝ-বেলাতে         তোমার  সুরে সুরে সুর মেলাতে ॥ একতারাটির একটি তারে      গানের বেদন বইতে নারে, তোমার সাথে বারে বারে        হার মেনেছি এই খেলাতে         তোমার  সুরে সুরে সুর মেলাতে ॥              আমার এ তার বাঁধা কাছের সুরে,              ওই বাঁশি যে বাজে দূরে। গানের লীলার সেই কিনারে     যোগ দিতে কি সবাই পারে         বিশ্বহৃদয়পারাবারে        রাগরাগিণীর জাল ফেলাতে--         তোমার  সুরে সুরে সুর মেলাতে?।

Jadi tare nai chini go se ki

  যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে--    জানি নে জানি নে॥ সে কি আমার কুঁড়ির কানে    কবে কথা গানে গানে,         পরান তাহার নেবে কিনে    এই নব ফাল্গুনের দিনে--                 জানি নে, জানি নে॥     সে কি    আপন রঙে ফুল রাঙাবে।     সে কি    মর্মে এসে ঘুম ভাঙাবে।   ঘোমটা আমার নতুন পাতার    হঠাৎ দোলা পাবে কি তার। , গোপন কথা নেবে জিনে    এই নব ফাল্গুনের দিনে--                 জানি নে, জানি নে॥

Amar mukti aloy aloy ei aakashe

  আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে,           আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে ॥ দেহমনের সুদূর পারে    হারিয়ে ফেলি আপনারে,           গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে ॥           আমার মুক্তি সর্বজনের মনের মাঝে,           দুঃখবিপদ-তুচ্ছ-করা কঠিন কাজে। বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা--           জীবন যেন দিই আহুতি মুক্তি-আশে।

Amaro Porano Jaha Chay

  Amaro Porano Jaha Chay আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো আমার পরান যাহা চায় তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো আমার পরান যাহা চায় তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে আর কিছু নাহি চায় গো আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো আমার পরান যাহা চায় আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস, দীর্ঘ রজনি, দীর্ঘ বরস-মাস যদি আর কারে ভালবাসো যদি আর ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো আমার পরান যাহা চায় তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো আমার পরাণ যাহা চায়