Posts

Showing posts from March, 2022

Aakash Bhara Surja Tara

Image
 

Mohuay Jomeche Aaj Mou Go

  Mohuay Jomeche Aaj Mou Go Lyrics : Mohuay jomeche aaj mou go O Mohuay jomechhe aaj mou go O kone dekha meghe je oi Sona rong legeche oi Palkite choleche kar bou go oo.. Mohuyay jomeche aaj mou go O Mohuyay jomeche mou go Janina to e ki amar aaj holo Din aar na gune polasher agune Laage rong fagune.. o o.. (x2) Tomake dekhe je aaj Chokhe chokhe rekhe je aaj Moneri moyur naache chou go oo.. Mohuay jomechhe aaj mou go O Mohuay jomeche mou go O O.. Janina to a ki amar aaj holo Koto sur bahare bhore mon ahare Daake peu kaha re.. o o.. (x2) Keno khusi janena keu Praane aaj laage je dheu Holo mon moyur-ponkkhi nouko oo.. Mahuay jomeche aaj mou go O Mahuay jomechhe aj mou go O kone dekha meghe je oi Shona rong legeche oi Palkite choleche kar bou go oo.. Mohuyay jomeche aj mou go O Mohuay jomeche aj mou go

Kichu Kotha Chilo Chokhe

  Kichu Kotha Chilo Chokhe Song Lyrics In Bengali : কিছু কথা ছিল চোখে কিছু কথা ছিল মুখে হুঁহুঁ হুঁ ..  বাজে সে সুর বুকে, কিছু কথা ছিল চোখে কিছু কথা ছিল মুখে জানিনা কেন যে বাজে সে সুর বুকে। লজ্জা জড়ানো তোমার মধুর হাসি আমারই এ প্রাণে যায় যে বাজিয়ে বাঁশী। তোমারই সে কথা স্বপ্নেরই রুপকথা জানিনা আমায় ভরালো এ কোন সুখে, কিছু কথা ছিলো চোখে কিছু কথা ছিল মুখে, জানিনা কেন যে বাজে সে সুর বুকে। কাকে বলে প্রেম বুঝিনি কখনও আগে নিজেকে যে তাই আজ এত ভালো লাগে। এইতো প্রথম জীবনে ফাগুন এলো আবির মাখানো রক্তিম কিংশুকে, কিছু কথা ছিল চোখে কিছু কথা ছিলো মুখে, জানিনা কেন যে বাজে সে সুর বুকে।

Na Abhimane Chole Jeo Na

  না অভিমানে চলে যেও না অভিমানে চলে যেও না না অভিমানে চলে যেও না এখনি শেষের গান গেও না অভিমানে চলে যেও না এখনও হৃদয় কাঁদে পিয়াসায় । এর চে ভালো ছিল না আসা এ তিথি এখনো আবেশে জড়ানো ভেংগে দিতে তাকে চেও না অভিমানে চলে যেও না না অভিমানে চলে যেও না।

Baje Go Bina

  বাজে গো বীনা তুম না তুম না তুম না না না তুম না সুরে সুরে বাঁধা আছে তোমারই মায়ার তারে অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে সে রাগিনী ভুলোনা কো ভুলে যেও না বাজে গো বীনা তুম না তুম না তুম না না না তুম না। দুই পারে দুই তীরে একই নদী বহে ধীরে তবুও দুপাড় কাঁদে । তোমারও আমার মাঝে তেমনি প্রেমের নদী কূল কূল কূলু কূলু বহেও যায় নিরবধি দুই পারে দু'জনায় গো কাঁদি দু'জনায় বাজে গো বীনা তুম না তুম না তুম না না না তুম না ।

Anjali Laho More Sangite

অঞ্জলি লহ মোর সংগীতে প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম তোমায়, হে সুন্দর, বন্দিতে! সঙ্গীতে সঙ্গীতে।। তোমার দেবালয়ে কি সুখে কি জানি দু’লে দু’লে ওঠে আমার দেহখানি আরতি-নৃত্যের ভঙ্গীতে। সঙ্গীতে সঙ্গীতে।। পুলকে বিকশিল প্রেমের শতদল গন্ধে রূপে রসে টলিছে টলমল। তোমার মুখে চাহি আমার বাণী যত লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো তোমার পদতলে রঞ্জিতে। সঙ্গীতে সঙ্গীতে ।।

Ami Jene Shune Bish Korechi Paan

Image
 

Aamar Moner Ei Mayur Mahale Bengali

  আমার মনের এই ময়ূর মহলে এসো আজ প্রেমের আতর ঢেলে দাও। বেগম রাতে তার গায়ে তারা ওড় না দু'চোখে আজ নয় ঝাড় বাতি জ্বেলে দাও আমার মনে। কালকে কোথায় রব, সে কি কেউ জানে।। বোঝে কি কখনো কেউ জীবনের মানে; ভেঙ্গে গেলে বাসর ফুরালে আসর দেবো না তো বাঁধা যদি বাসি মালা ফেলে যাও। আমার মনে। সময়েরই ফুলদানি, শুন্য তো থাকে না।। যে ফুল শুকায়ে আজ কাল কেউ রাখে না। হার আর জেত নিয়মই যে এতো বাজি রেখে প্রণয়ের পাশা তুমি খেলে যাও আমার মনের এই ময়ূর মহলে এসো আজ প্রেমের আতর ঢেলে দাও আমার মনের।

Amar moner aei mayur mahaley

  PRELUDE Amar moner aei mayur mahaley Eso aaj premer ator dhele dao Begham rat tar gaye tara orna Duchokhe aaj noy jharbati jwele dao Amar moner............. UPLOADED BY MRINAL_KARMAKAR Kalkey kothay rabo seki keu janey (2) Bojhey ki kokhono keu jibaneri maney Bhenge gele bashor furaley ashor Debonato bandha jodi bashi mala fele jao Amar moner.......... UPLOADED BY MRINAL_KARMAKAR Samayeri fuldani sunno to thakena (2) Je ful shukaay aaj kaal keu rakhena Haro aar jeto niyomije eto Baji rekhe pronoyer pasha tumi khele jao Amar moner aei mayur mahaley Eso aaj premer ator dhele dao Begham rat tar gaye tara orna Duchokhe aaj noy jharbati jwele dao Amar moner............

Aamar Bela Je Jay

  আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় একতারাটির একটি তারে গানের বেদন বইতে নারে তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় এ তার বাঁধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে আমার এ তার বাঁধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে গানের লীলার সেই কিনারে যোগ দিতে কি সবাই পারে বিশ্বহৃদয়পারাবারে রাগরাগিণীর জাল ফেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে? আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়

Aamar Andho Pradip

  আমার অন্ধপ্রদীপ শূন্য-পানে চেয়ে আছে অন্ধপ্রদীপ সে যে লজ্জা জানায় ব্যর্থ রাতের তারার কাছে অন্ধপ্রদীপ ললাটে তার পড়ুক লিখা তোমার লিখন ওগো শিখা বিজয়টিকা দাও গো এঁকে এই সে যাচে অন্ধপ্রদীপ হায় কাহার পথে বাহির হলে বিরহিণী! তোমার আলোক-ঋণে করো তুমি আমায় ঋণী হায় কাহার পথে বাহির হলে বিরহিণী! তোমার আলোক-ঋণে করো তুমি আমায় ঋণী তোমার রাতে আমার রাতে এক আলোকের সূত্রে গাঁথে এমন ভাগ্য হায় গো হায় গো আমার হারায় পাছে অন্ধপ্রদীপ

Aamar Andho Pradip

Image
 

Sedino Aakashe Chilo Kato Tara

  সেদিনও আকাশে ছিল কত তারা আজো মনে আছে তোমারি কথা স্মৃতি নয় এতো ঝরা ফুলে যেন ভালোবাসা ভরা তোমারি মমতা ঘুম ভুলে যাওয়া কেঁদে ফেরে হাওয়া এ জীবনে হলো বলো কতটুকু পাওয়া (মনে পড়ে) বসে মুখেমুখি দুজনেই সুখী মেঘেরই আড়ালে ছিল চাঁদেরই সেই উঁকি কানে কানে গানে গানে নীল এ মন আজো তারা জাগে বড় একা লাগে প্রেমে আছে ব্যথা বুঝিনি তো আগে বুকে ব্যথা কি যে বুঝি শুধু নিজে দুটি চোখ বেদনায় জলে আসে ভিজে জ্বালা দিতে মালা নিতে দিলে মন —————— কন্ঠ ও সুরঃ কিশোর কুমার

Se Jeno Aamar Pashe

  সে যেন আমার পাশে আজো বসে আছে চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে ভেঙে যাওয়া পাখীর বাসার মত মন কিছু নেই তার বুকে আজ তো এখন ডানা মেলে ফিরে কেনো আশা তারই কাছে যেখানে প্রদীপ ছিল সেখানে আঁধার নয়নের জল হয়ে ফিরে এলো সে আবার কোনো তারা নেই আজ আকাশের গায় আলেয়ার আলো এসে আলো দিয়ে যায় জোনাকিরা কালো রাত ভরে দিয়ে গেছে ————————- শিল্পীঃ কিশোর কুমার

Ki Holo Kobe Holo

  কি হলো কেন হলো কবে হলো জানিনা শুরু হলো শেষ হলো কবে হলো জানিনাতো হুম্‌ম্‌ম্‌…এ কি হলো কেউ বোঝে কি না বোঝে হায় আমি শুধু বুঝি এই আঁধারে ভুলে করে হায় আলো মিছেই খুঁজি মেঘ মরুতে যায় কি দেখা দিন যায় একা একা… একা প্রেম ভাবে কিনা ভাবে হায় আমি শুধু ভাবি যে প্রেম দিতে জানে তার নেই কোনো দাবি হায় মনে পড়ে কেন তারে মনে পড়ে বারে বারে… তারে —————– শিল্পীঃ কিশোর কুমার

Tomer Barir Samne Diye

  তোমার বাড়ির সামনে দিয়ে (আমার) মরণ যাত্রা যেদিন যাবে তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো শেষ দেখাটা দেখতে পাবে আমায় দেখতে তোমায় দেয়নি যারা জানবেনা যে কেউতো তারা আমি পাথর চোখের দৃষ্টি দিয়ে দেখবো তোমায় বিভর ভাবে তুমি ফুল ছুঁড়ো না ওপর থেকে একটু ফেলো দীর্ঘ নিঃশ্বাস আমার শিয়রে জ্বলা ধূপের ধোঁয়া ওটাই হবে সুখের বাতাস যদি নতুন কোন জন্ম থাকে পাবো দুজন দুজনাকে সেদিন নতুন হয়ে আসবো কাছে তখন তোমায় কে আটকাবে ——————– শিল্পীঃ কিশোর কুমার

Chirodine Tumi Je Amar

  চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই যে তোমার তুমি আছ সেই আমারই সঙ্গী…সঙ্গী… আমরা অমর সঙ্গী এত কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আপন আমার যে আর কিছু নাই আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন হৃদয়ের সব কবিতা ঝরে পড়ে ছন্দ তারি ——————– শিল্পীঃ কিশোর কুমার চলচ্চিত্রঃ অমর সঙ্গী

Se To Elo Na

  সে তো এলো না সে এলো না কেনো এলো না জানি না হারলো কি আঁধারেতে নিভে গেল দীপ যে কেন জানি না জানিনা কি দোষে এ জীবনও দিয়ে গেল ফাঁকি ভুল করে তারে মনটি দিয়েছি আমি যে কি নিয়ে থাকি এত জানা তবু আজও মন তার কেন জানা গেলনা চোখেরও দুয়ার থেকে মনেরও আঙিনা বলো কতদূর যে যায় সে যায় ফিরবারও পথ নাই সে কি দূর বহুদূর এত চেনা কেন তবু কোনদিনও তারে বোঝা গেল না —————— সুরঃ রাহুল দেব বর্মন কন্ঠঃ কিশোর কুমার

Sedino Aakashe

  সেদিনও আকাশে ছিল কত তারা আজো মনে আছে তোমারি কথা স্মৃতি নয় এতো ঝরা ফুলে যেন ভালোবাসা ভরা তোমারি মমতা ঘুম ভুলে যাওয়া কেঁদে ফেরে হাওয়া এ জীবনে হলো বলো কতটুকু পাওয়া (মনে পড়ে) বসে মুখেমুখি দুজনেই সুখী মেঘেরই আড়ালে ছিল চাঁদেরই সেই উঁকি কানে কানে গানে গানে নীল এ মন আজো তারা জাগে বড় একা লাগে প্রেমে আছে ব্যথা বুঝিনি তো আগে বুকে ব্যথা কি যে বুঝি শুধু নিজে দুটি চোখ বেদনায় জলে আসে ভিজে জ্বালা দিতে মালা নিতে দিলে মন —————— কন্ঠ ও সুরঃ কিশোর কুমার

O Pare Thakbo Ami

  ও পারে থাকবো আমি তুমি রইবে এ পারে শুধু আমার দুচোখ ভরে দেখবো তোমারে পরবে যখন মালার চন্দন ঐ রাঙা চেলী আর ফুল ও রাখী বন্ধন মিলন রাতের প্রদীপ হয়ে আমি জ্বলবো বাসরে মন্ত্রে যখন এক হবে দুটি মন এক শুভ দৃষ্টিতে মিলে যাবে দু’নয়ন ভালো লাগার আবেশ হয়ে আমি থাকবো অন্তরে ফুটবে যখন চৈত্র দিনের ফুল আর সোহাগের নদী ভেঙে যাবে তার কূল তখন আমি গানের পাখী হবো দূর আকাশ পাড়ে ————— শিল্পীঃ কিশোর কুমার

Jakhon Ami Anek Dure

  যখন আমি অনেক দূরে থাক্ বো না এই মাটির ঘরে তখন কি আর পড়বে মনে আগের মতন করে, .                       আমায় আগের মতন করে ? আমার প্রাণের পরশ পেয়ে বেজেছিল যে গান ধুলো জমা তানপুরাটাও ধরেছিল সেই তান আমি, কথার গোলাপ ফুটিয়েছিলাম .                       তোমাদের এই জল্ সারে | তোমাদের এই ভালবাসা আমার গানের পুরস্কার যাবার আগে জানিয়ে গেলাম আমার প্রীতি, নমস্কার আমায়, যা’ দিয়েছো তাই নিয়েছি .                       রেখেছি এই হৃদয় ভ’রে || ************************* কথা- শিবদাস বন্দ্যোপাধ্যায় সুর ও শিল্পী -কিশোর কুমার

Nayano Sarashi Keno

  নয়ন সরসী কেন ভরেছে জলে কত কি রয়েছে লিখা কাজলে কাজলে বেদনার কলি তুমি দাও ভালোবেসে বঁধু ফুল ফোটানোর ছলে আমি ভরে দেবো মধু সারা মন কেন তুমি চোখে সাজালে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে জনম সফল হবে বঁধুয়ার ঘরে আজ শরমের আড়ালেতে দেখা যাবে ফুলসাজ নিশিরাতে বিরহের বাঁশী ওরে কে বাঁজায় ভালোবেসে কেন বঁধু আজ শুধু কেঁদে যায় সেধে সেধে কেন তুমি মরণ নিলে কতকি রয়েছে লেখা কাজলে কাজলে ——————- কন্ঠ ও সুরঃ কিশোর কুমার

O Go Nirupama

  ওগো নিরুপমা, করিও ক্ষমা তোমাকে আমার ঘরনী করিতে আমার মনের দোসর করিতে পারিলাম না.. পারিলাম না তো কিছুতেই, ওগো নিরুপমা। হয়তো তোমার অনেক কিছুই আছে, তবু নেই দাম তার কোনই আমার কাছে.....2 আমার এ পথ তোমার পথের সাথে মিলবেনা যেন কিছুতেই, মিলবেনা যেন কিছুতেই, ওগো নিরুপমা। লতার মতই জড়িয়ে রয়েছো গাছে বুঝি ফুল ফুটবার সময় এসেছে কাছে.....2 এমন মধুর ভঙ্গিমা আমি কোনদিন.. ভুলবোনা যেন কিছুতেই, ভুলবোনা যেন কিছুতেই, ওগো নিরুপমা, করিও ক্ষমা তোমাকে আমার ঘরনী করিতে আমার মনের দোসর করিতে পারিলাম না.. পারিলাম না তো কিছুতেই, ওগো নিরুপমা।

Aaj Ei Din Take Lyrics In Bangla

  Aaj Ei Din Take Lyrics In Bangla: আজ   এই   দিনটাকে মনের   খাতায়   লিখে   রাখো আমায়   পড়বে   মনে কাছে   দূরে   যেখানেই   থাকো  (x2) Ho ho ho aa ha ha hm hm.. হাওয়ার   গল্প   আর পাখীদের   গান   শুনে   শুনে আজ   এই   ফাল্গুনে দুটি   চোখে   স্বপ্ন   শুধু   আঁকো  (x2) আজ   এই   দিনটাকে মনের   খাতায়   লিখে   রাখো আমায়   পড়বে   মনে কাছে   দূরে   যেখানেই   থাকো Ho ho ho aa ha ha hm hm.. এসো   আজ   সারাদিন বসে   নয়   থাকি   পাশাপাশি আজ   শুধু   ভালোবাসা   বাসি শুধু   গান   আর   হাসাহাসি রঙের   বরষা   ঐ নেমেছে   যে   দেখো   ফুলে   ফুলে দুটি   হাত   তুলে আমাকে   আরো   কাছে   ডাকো  (x2) আজ   এই   দিনটাকে মনের   খাতায়   লিখে   রাখো আমায়   পড়বে   মনে কাছে   দূরে   যেখানেই ...